সংবাদ সম্মেলনে বিএনপি পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে সরকারী দলের বিরুদ্ধে অভিযোগ বিএনপির

0
279

খবর বিজ্ঞপ্তি:
পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকারী দলের অব্যাহত সন্ত্রাস ও নির্বাচনী আচারন বিধি ভঙ্গের অভিযোগে খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে পাইকগাছায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ এর বাসভবন চত্ত্বরে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থাকে সস্পূর্ন ধ্বংস করছে। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ সকল নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র ও সন্ত্রাসীদের ব্যবহার করে অত্যাচার নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে প্রতিপক্ষের নেতা কর্মীদের বিতাড়িত করে সারাদেশে প্রহসন মুলক নির্বাচনের মাধ্যমে দলীয় প্রার্থীকে বিজয়ী করার যে উদাহরন রয়েছে, পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনেও ইতোমধ্যে তাহা প্রকাশ্যে রূপ নিয়েছে বলে উল্লেখ করেন। জেলা বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা আরও বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আব্দুল মজিদ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারনা শুরুর পুর্বে তার বাবার কবর জিয়ারত শেষে পাইকগাছায় ফেরার পথে লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে পৌছালে হামলার স্বীকার হন। এ সময় তার সফরসঙ্গী আব্দুল করিম আহত হন। ৪ অক্টোবর আনুষ্ঠানিক প্রচারনার দিনে প্রচার মাইক ভাংচুর হয়। ৮ অক্টোবর গড়ইখালী ইউনিয়নের বিভিন্নস্থানে গনসংযোগ শেষে পাইকগাছায় ফেরার পথে পাতড়াবুনিয়া নামকস্থানে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামসুল আলম পিন্টু হামলায় আহত হন। এছাড়া ৯ অক্টোবর ছাত্রদল থানা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা মিন্টুর উপর হামলা হয়। জেলা সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের সম্ভাব্য এজেন্টদের নানাভাবে হুমকি দিচ্ছে। যা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের সামিল। সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপি’র নেতা অবিলম্বে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ প্রশাসক ও সিভিল প্রশাসন সহ নির্বাচন ব্যবস্থার সাথে সম্পৃক্ত সকল পক্ষকে নির্বাচনী পরিবেশ সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী লীগের কাছে নির্বাচন, গণতন্ত্র ও সরকারি সম্পদ কোনটিই নিরাপদ নয়। এরা নির্বাচন ব্যবস্থাকে সন্ত্রাস ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ধ্বংস করেছে। এ জন্য আওয়ামী লীগের অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারবে না, প্রার্থী এজেন্ট দিতে পারবে না, এটি কোন নির্বাচন নয়। তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, স্থানীয় সরকার এ নির্বাচনে দলীয় প্রার্থী হারলে সরকার পতন হবে না। কিš‘ সুষ্ঠু নির্বাচন হলে তাতে জনগণের কাছে সরকারের ভাবমুর্তি বাড়বে। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, চোখবুজে না থেকে আনিত সকল অভিযোগে যথাযথ আইনগত ব্যবস্থা নিন। উৎসবমূখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন। সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুল মজিদ সহ অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমির এজাজ খান, সাবেক এমপি মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, এড. জি এ সবুর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এড. মোমরেজুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান মিন্টু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, শামসুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাফেজ আবুল বাশার, শামছুল বারিক পান্না, এড. জি এম আব্দুস সাত্তার, মনিরুজ্জামান লেলিন, এনামুল হক সজল, হাবিবুর রহমান, জাবির আলী, এড. এসকেন্দার আলী, খালিদ হোসেন, ইসরাইল বাবু, ইসমাইল, শাহিনুর ইসলাম পাখি, শরিফুল ইসলাম বাবু, এস এম শরিফুল ইসলাম, মেজবাহুল আলম পিন্টু, রাজিবুল আলম বাপ্পী, মাহিম আহমেদ রুবেল, এসএম এমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, মিজান জোয়াদ্দার, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ।