খুলনায় মাদক মামলায় যুবকের ৮ বছরের কারাদ-

0
240

টাইমস প্রতিবেদক:
খুলনার দৌলতপুর থানায় দায়ের হওয়া মাদক মামলায় দোষী সাব্যস্ত করে এক যুবককে ৮ বছর সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাস বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দ-িত আসামি পলাতক ছিলেন। দ-প্রাপ্ত হচ্ছেন- দেয়াড়া কলোনী এলাকার আঃ হালিম মোড়লের পুত্র রানা মোড়ল (২৮)। মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টায় দৌলতপুর থানাধীন ডিসি রোডস্থ জয় জুট প্রেসের সামনে অভিযান চালিয়ে রানা মোড়লকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয় যার নং ২৯। একই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনিরুজ্জামান আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাড. কামরুল হোসেন জোয়ার্দার।