শিল্পকলায় ২৭-২৮ অক্টোবর সম্মেলন করবে নারীপক্ষ

0
302

খুলনাটাইমস ডেস্কঃ৩৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৭-২৮ অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে সম্মেলন করবে নারী পক্ষ নামের একটি সংগঠন।ঊর্ধ্ব গগনে বাজে মাদল : নারীপক্ষর স্বপ্ন ও ৩৫ বছরের পথচলা’ শীর্ষক এ সম্মেলনে ঢাকাসহ দেশের প্রায় ৫৬টি জেলার মানবাধিকারকর্মী ও নারী আন্দোলনকারীরা অংশ নেবেন। যারা দীর্ঘদিন ধরে নারীমুক্তি আন্দোলনে নিজেদের সম্পৃক্ত রেখেছেন।জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে  সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।আয়োজকরা জানান, এ সম্মেলনের মূল উদ্দেশ্য ৩৫ বছরের সঞ্চিত অভিজ্ঞতা, চিন্তা-চেতনা নিয়ে নারীপক্ষর বন্ধু, সহযোদ্ধাদের সঙ্গে পুনরায় আলোচনা-পর্যালোচনা করা এবং বর্তমান পরিবেশে পরিস্থিতিতে সবার সুপারিশ বিবেচনায় আগামী দিনের করণীয় নির্ধারণ।

দুই দিনব্যাপী সম্মেলনে প্যানেল আলোচনার মধ্যে দিয়ে অধিবেশন শুরু হয়ে চলবে বিষয়ভিত্তিক আলোচনা। এ ছাড়া থাকছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নারীপক্ষ’র প্রকল্প সম্পাদক রীতা দাশ রায়, প্রকল্প পরিচালক সামিয়া আরেফিন, নারীপক্ষের কোষাধ্যক্ষ নাজমা বেগম প্রমুখ।