শিক্ষার মানউন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই-মুনসুর আহমেদ

0
279

দেবহাটা প্রতিনিধি : শিক্ষার মানউন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই। এ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন করে চলেছেন। দেবহাটার পারুলিয়া বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ। এ সময় তিনি আরও বলেন,শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতী উন্নত হয় না। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে উৎসব মুখর পরিবেশে বই তুলে দেন। তাছাড়া দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠনের ভৌতিক অবকাঠামোগত উন্নয়ন করেছে এ সরকার। জাতীয় করণ করেছে কয়েক হাজার স্কুল,কলেজ ও মাদ্রাসা। তাই শিক্ষা ক্ষাতের এ উন্নয়ন ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই। উপজেলার পারুলিয়া বালিকা বিদ্যালয়ের সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে ২০১৯-২০ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম মোর্শেদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোস্তাক আহম্মেদ, পারুলিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন, শিক্ষক ইব্রাহীম খলিল, শিক্ষক সাহাবুদ্দীন, শিক্ষিকা জাহানারা জেসমিন, শিক্ষক শফিউল আজম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শহিদুজ্জামান সুজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৯৯ জন শিক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।