শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টয়েলেট ব্যবহারের অনিহা দূর করতে হবে

0
232
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টয়েলেট ব্যবহারের অনিহা দূর করতে হবে নতুবা হজম সমস্যা, হাঁপানি, দুশ্চিন্তা ও উত্তেজনায় হৃদ স্পন্দন বৃদ্ধি পাবে। বাড়বে নানাবিধ রোগ। এ থেকে পরিত্রাণের জন্য নিতে হবে উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে নিতে হবে নানা পদক্ষেপ। নগরীর বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা বর্তমানে বেহাল। ফলে স্কুলগুলোতে আসা শতকরা ৯০ ভাগ শিক্ষার্থী টয়লেট ব্যবহারে অনীহা দেখাচ্ছে।
রবিবার দুপুর ১২টা বি এমএ ভবনে জনউদ্যোগ, খুলনার উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে টয়েলেট ব্যবহারের অনিহা দূর করতে হবে মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ’র সভাপতি ডাঃ বাহারুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনা নারী সেল আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন , অবসরপ্রাপ্ত জেলা সুপার এস এম নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মুফিদুল ইসলাম, রাসটিকের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবারত আলী, অবসর প্রধান শিক্ষক নরেশ চন্দ্র দেবনাথ, কনসেন্স এর নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন প্রমুখ।