শার্শা উপজেলার ৯৫ কেন্দ্রে চলছে পবিত্র কুরআন ছবক অনুষ্ঠান

0
235

শার্শা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক দ্বারা পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম চলছে শার্শা উপজেলায়। বৃহস্পতিবার কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র কুরআন ছবক অনুষ্ঠানে হাজির হয় অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষকর।
বৃহস্পতিবার সকাল ৮ টার সময় বেনাপোল পোর্টথানার গাজীপুর মসজিদে শিক্ষক খলিলুর রহমান এর ২৮ জন শিক্ষার্থী ও বেনাপোলের বায়তুল মামূর জামে মসজিদে শিক্ষক সুমন রেজা’র শতাধিক শিক্ষার্থীদের পরিবশ মূখর পবিত্র কোরান শরীফ ছবকে অংশ গ্রহণ করতে দেখা গেছে।
শার্শা উপজেলার দায়িত্ব প্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার মাওলানা মোঃ শোয়াইবুর রহমান জানান, শার্শা উপজেলা ১১ টি ইউনিয়নে মসজিদ ভিত্তিক ৯৫ কেন্দ্রে মোট ২ হাজার ৮ শত ৫০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ছবকে অংশ গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক শার্শা উপজেলায় ৫৮ টি প্রাক প্রাথমিক ও একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রও চলমান রয়েছে। উপস্থিত ছিলেন শার্শার মডেল কেয়ার টেকার আবু শামা, সাধারণ কেয়ার টেকার আব্দুল আলিম, মনিরুজজামান, ওহিদুল ইসলাম মেহেদী আল মাসুদ প্রমুখ,