শহীদ ও নির্যাতিত পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

0
317

বিজ্ঞপ্তি: গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে শহীদ, নিখোঁজ ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেরিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলার ১৫ টি নির্যাতিত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা শাখার সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাঠানো সামগ্রী তুলে দেন।
এ সময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদী দুঃশাসক চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। তবে স্বৈরশাসক হঠাতে বহু মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। বাংলাদেশ এক নিকৃষ্ট শাসকের যাতাকলে পিষ্ঠ হচ্ছে। তিনি জানান, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন, তাদের সব পরিবারের তথ্য উপাত্ত তারেক রহমানের কাছে রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাহেন্দ্র সময়ে প্রত্যেকটি পরিবারকে বিএনপির পক্ষ থেকে উপযুক্ত মূল্যায়ন করা হবে।
খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রির সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মেজবাউল আলম, এ্যাড. কে এম শহিদুল আলম, ইবাদুল হক রুবায়েদ, ইলিয়াস মল্লিক, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, আহসানুল হক লড্ডন, খায়রুল ইসলাম খান জনি, মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, শামসুল বারিক পান্না, সেলিম সরদার, শফিকুল ইসলাম, বেল্লাল মোল্লা, ফিরোজ জমাদ্দার, সাইফুল মোড়ল, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান বেলাল, বাদশা গাজী, আতিক নেওয়াজ চঞ্চল, ওহিদুজ্জামান সোহাগ, শহিদুল ইসলাম শহিদ, শেখ ফারুক, আবু জাফর, হুমায়ুন কবির রুবেল, সাইফুল ইসলাম, রায়হান সোবহান, বায়েজিদ হোসেন, মিল্টন রায়, আকতার হোসেন প্রমুখ।