শরণখোলায় বিশাল অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

0
514
bdj

শরণখোলা আঞ্চলিক অফিস:
শরণখোলায় সুন্দরবনসংলগ্ন উত্তর সোনাতলা গ্রামে শুক্রবার সকালে বিশাল এক অজগর উদ্ধার করা হয়েছে প্রায় এক মণ ওজনের অজগরটির দৈর্ঘ্য ১৫ ফুট এবং বেড়ে দেড় ফুট।
ভোলা সিপিজি’র টিম লিডার মো.খলিল জোমাদ্দার জানান, সকালে মোবাইল ফোনে খবর পেয়ে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত ভিলেজ টাইগার টিম (ভিটিআরটি) ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা (সিপিজি) উত্তর সোনাতলা গ্রামের রুহুল আমিন মুন্সীর হাসের খোপ থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দেয়। দুপুর দুইটার দিকে পুর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট ক্যাম্পের অজগরটি বনে অবমুক্ত করা হয় ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, অজগর টির ওজন প্রায় একমণ ১৫ ফুট লম্বা এবং দেড় ফুট বেড়ে। পরে সাপটি ভোলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মোল্লার নেতৃত্বে ২৪ নম্বর কম্পাটমেন্টর বনে অবমুক্ত করা হয়েছে।