শরণখোলায় বিকাশের দোকানে দুঃসাহসিক চুরি

0
980

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় একটি কনফেকশনারী কাম বিকাশের দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) দিনগত রাতে উপজেলার প্রাণকেন্দ্র রায়েন্দা বাজারের শেরে বাংলা সড়কে অবস্থিত ওই প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরেরা কৌশলে টিনের চালা কেটে দোকানে ঢুকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. খোকন শিকদার জানান, ওইদিন রাত পৌনে একটার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো তারা বাড়িতে চলে যান। পরের দিন বুধবার সকাল ৮টার দিকে দোকান খুলে ক্যাশবাক্স ভাঙা এবং দোকানের মালামাল তচনছ অবস্থায় দেখতে পান। খোঁজ নিয়ে দেখা যায়, চোরেরা ক্যাশবাক্স্রের বিভিন্ন ড্রয়ারে রাখা নগদ ২লাখ ৫০ হাজার টাকাসহ দোকানে থাকা ২০ কার্টন বেনসন সিগারেট, ১০ কার্টন গোল্ডলিফ সিগারেট, ১০ কার্টন ক্যাপেস্টান সিগারেটসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। যার ক্ষতির পরিমান প্রায় সাড়ে ৩লাখ টাকা।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার প্রধান এ বাজারটিতে বাজার ব্যবস্থাপনা কমিটি থাকলেও তা মূলত অকার্যকর। বাজারে মাত্র দু’জন পাহারাদার রয়েছে। তাছাড়া বাজারে পর্যাপ্ত সড়কবাতি নেই। প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়না। ফলে, রাতেবেলা এতো বড় বাজাটির ¯্রহ¯্রাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের কোটি কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়ে। এ সুযোগে চোরেরা নিবিঘেœ তাদের কার্য্য সিদ্ধি করে থাকে। এসব কারণে এ বাজারটিতে এ পর্যন্ত যতোবার চুরির ঘটনা ঘটেছে তার একটিরও রহস্য আজও উদঘাটন হয়নি।
প্রতিবছর এধরণের চুরির ঘটনায় বাজার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাজারে পাহারা ব্যবস্থা জোরদার ও চুরির রহস্য উদ্ধারে প্রশাসন এবং বাজার ব্যবস্থাপনা কমিটির কাছে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রায়েন্দা বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, লোকজন বাজার পাহারার কাজে আসতে চায়না। এব্যাপারে প্রশাসনের সাথে আলাপ করে ব্যবস্থাা নেওয়া হবে।
এব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় দোকান মালিক খোকন শিকদার বাদি হয়ে মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে। ##