শরণখোলায় দুর্যোগ ব্যাবস্থাপনার বার্ষিক পরিকল্পনা প্রণয়ণ কর্মশালা অনুষ্ঠিত

0
195

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলায় উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির দুর্যোগ প্রস্তুতি বিষয়ক বার্ষিক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা নীড় ও জাগ্রত যুব সংঘের (জেজেএস) সহায়তায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাহিমা আক্তার হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শহিন। সভায় দুর্যোগ ব্যাবস্থাপনা নিয়ে বার্ষিক কর্মপরিকল্পনার একটি খসড়া উপস্থাপন করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আঃ মালেক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিৎ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসে লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, হুমায়ুন কবির, আঃ মালেক রেজা প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দুর্যোগকালীন সময়ে করনীয় নিয়ে আগামী এক বছরের জন্য বাস্তবমূখী বিভিন্ন পরিকল্পনা গ্রহন করে একটি খসড়া ইউপি চেয়ারম্যানদের কাছে হ¯তান্তর করা হয়।