অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের প্রতিবাদে খুলনা জেলা বিএনপির মানববন্ধন

0
458

বিজ্ঞপ্তি : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বুধবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে তিনি ঘোষিত রায় প্রত্যাখ্যান করে বলেন, এই রায় জাতিকে স্তম্ভিত ও হতবাক করেছে। নি¤œ আদালতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে যেখানে সাজার মেয়াদ কমে, সেখানে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারক নজিরবিহীন রায় দিলেন। এ রায় ফরামায়েশি। মূলত বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে এ রায় দেয়া হয়েছে। তিনি বলেন, দেশে বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবেনা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, মনিরুজ্জামান মন্টু, মনিরুল হাসান বাপ্পী, কামরুজ্জামান টুকু, চৌধুরী কওসার আলী, মেজবাউল আলম, সাইফুর রহমান মিন্টু, আবুল খয়ের খান, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. শহিদুল আলম, মুর্শিদুর রহমান লিটন, ওয়াহিদুজ্জামান রানা, মোল্লা এনামুল কবির, শামীম কবির, তৈয়েবুর রহমান, উজ্জল কুমার সাহা, ইলিয়াস মল্লিক, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, সুলতান মাহমুদ, মশিউর রহমান যাদু, মোল্লা সাইফুর রহমান, রবিউল হোসেন, সাইফুল হাসান রবি, আরিফুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, ওয়াইজউদ্দিন সান্টু, গোলাম কিবরিয়া আশা, শাহনাজ ইসলাম, আসলাম পারভেজ, শরীফ মোজাম্মেল হোসেন, রফিকুল ইসলাম বাবু, জসিমউদ্দিন লাবু, শামসুল বারিক পান্না, ফরহাদ হোসেন, সেলিম সরদার, মোফাজ্জেল হোসেন মফু, আব্দুল মালেক, তারভীরুল আযম রুম্মান, ডাঃ আলমগীর হোসেন, বিকাশ মিত্র, আবুল কালঅম লস্কর, ফখরুল ইসলাম বুলু, মনির হাসান টিটো, সফিকুর রহমান, তায়েফউদ্দিন দারা, মোল্লা মনিরুজ্জামান, জহুরুল হক, হারুনর রশিদ, মোকাররম হোসেন, শফিকুল ইসলাম, আসাবুর রহমান পাইলট, শরিফুল ইসলাম বকুল, আজিজুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সাহাবুদ্দিন ইজারাদার, মোল্লা আইয়ুব হোসেন, কুদরতে ইলাহী স্পীকার, মিঠু মোল্লা, জি এম রাসেল ইসলাম, সরোয়ার হোসেন, সেতারা সুলতানা, নাসিমা পলি, মনিরা পারভীন, মাহমুদা লাকি, মোঃ ইউসুফ, ফম মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, বশির হায়দার পল্টু, শহিদুল ইসলাম ছোট্ট, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, গাজী মনিরুল ইসলাম, আব্দুল হাই, মহর আলী, মোহাম্মদ মিলন, রেজাউল ইসলাম খোকন, মোঃ শাহজালাল, শেখ রুবেল, মোস্তাকিন বিল্লাহ প্রমুখ।