শরণখোলায় ছেলেধরা গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির সভা

0
325

শরণখোলা আঞ্চলিক অফিস:
“গুজবে কান দিবেন না, আইন হাতে তুলে নিবেন না ” এ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশব্যাপী ছেলে ধরা গুজব, নারী- শিশুদের প্রতি সহিংস আচরন প্রতিরোধে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির ব্যাবস্থাপনায় ও পুলিশ প্রশাসনের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুলিশিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা- মোরেলগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। রোববার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মাস্টার শহিদুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, শরণখোলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আকন আলমঙ্গীর, উপজেলা ভাইস- চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম আকন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রাকিব। অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু রাজ্জাক আকন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইমরান হোসেন রাজিব,ইউপি সদস্য বাচ্চু মুন্সী, সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন খান।