শরণখোলায় ইলিশ ধরা জাল ও চোরাই ট্রলারসহ ৪ যুবক আটক

0
160

শরণখোলা প্রতিনিধি:
শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন পানিরঘাট এলাকায় মঙ্গলবার সকালে পুলিশ ইলিশধরা জাল ও ট্রলারসহ ৪ যুবককে আটক করেছে। আটককৃতরা পাথরঘাটা চরদুয়ানী থেকে জেলে ট্রলার চুরি করে বিক্রির জন্য নিয়ে এসেছিলো বলে তাফালবাড়ী ক্যাম্প পুলিশ জানিয়েছে।
শরণখোলার তাফালবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে ইঞ্জিনচালিত চোরাই ট্রলারের সন্ধান পেয়ে সুন্দরবনসংলগ্ন পানিরঘাট থেকে চার যুবককে আটক করা হয়। ভাটির কারণে ট্রলারটি পানিঘাটে নদীর চরে আটকে পড়ায় তারা পালাতে পারেনি। চরদুয়ানির মৎস্য ব্যবসায়ী মো. বাদশা মিয়ার ট্রলারটি চুরি করে বিক্রির জন্য নিয়ে আসে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই চার যুবক। আটক চার যুবক হলেন চরদুয়ানি এলাকার জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২১) ও জুয়েল বিশ্বাস (২২), খলিল সিকদারের ছেলে শাহিন সিকদার (২৫) এবং মোতালেব বিশ্বাসের ছেলে মহিবুল বিশ্বাস (২৮)। প্রায় সাড়ে চার হাজার ফুট ইলিশ ধরা জালও পাওয়া গেছে নৌকাটিতে। জাল, ইঞ্জিনসহ নৌকাটি আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। নৌকার মালিক পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন মামলার পর ওই থানার পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হবে বলে আইসি হারুনুর রশিদ জানান ।