শরণখোলায় অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মীভূত

0
412

শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলার আমড়াগাছিয়া বাজারে সোমবার ভোরে অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশী বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। বৈদ্যূতিক শর্ট সার্কিট অগ্নিকান্ডের কারণ বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে আমড়াগাছিয়া বাজারের মোবারেক আলী বেপারীর লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে তা আশে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এসে দেড়ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আগুনে বাজারের মোবারেক আলীর লেপতোষক, মুছা হাওলাদারের হার্ডওয়ারের, পান্না মিয়ার ওয়ার্কশপ, নাছির মোল্লার হোটেলরেস্তরা, বাবু সিকদারের লন্ড্রি, বাবুল বড়ালের পর্যটক কাউন্টার ও জাহাঙ্গীর তালুকদারের পোল্ট্রি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আমড়াগাছিয়া বাজার কমিটির সভাপতি ও ধানসাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু জানান, আগুনে বাজার ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং দোকানীরা সর্বস্ব হারিয়ে পথে নেমেছে।
শরণখোলা ফায়ার সার্ভিস ইনচার্জ আঃ জলিল সিকদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ৭ সদস্যের টীম নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। আমাদের সাথে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।