লিয়াকত আলীর নামে একটি সড়কের নামকরণ দাবী নিসচা’র 

0
375
শেখ মোঃ নাসির উদ্দিন : নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলার উদ্যোগে সংগঠনের উপদেষ্টা ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব লিয়াকত আলীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা গতকাল ( ২৯ নভেম্বর ) বুধবার বিকালে পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে সংগঠনের সভাপতি মোঃ হাছিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, নাগরিক সমাজের আহবায়ক আফম মহাসিন, কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, উন্নয়ন সংগ্রাম সমন্ময় কমিটির মহাসচিব শেখ আশরাফুজ্জান, উন্নয়ন আন্দোলনের মহাসচিব জিএম সজিব মোল্লা, উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, ওয়ার্কাস পার্টির শেখ মফিদুল ইসলাম, নিসচার সহ সভাপতি মোঃ সেলিম খান, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম জনি, শিক্ষক জি এম মহিউদ্দিন, আফজাল হোসেন রাজু, এম মোস্তফা কামাল, কামরান হাচান মন্টু, ইশরাত আরা হীরা, এ্যাড. মেহেদী ইনছার, সেচ্ছাসেবক পার্টির নগর  আহবায়ক এ্যাড. মাসুদুর রহমান, আররাফী নাজু, আমরা খুলনা বাসীর শাকিল আহমেদ রাজা, মোঃ রাফিকুজ্জান রাকিব, দেশ আহমেদ, শামীমা রহমান রুনী, মোঃ সাইফুল ইসলাম, ইন্দিরা ভট্রাচায্য, মিলন বিশ্বাস, রহমত আলী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন লিয়াকত আলী উন্নয়ন করার যে অবদান তা চির স্মরণীয় হয়ে থাকবে, তার কর্মকান্ড ছিলো খুলনা তথা দক্ষিণ- পশ্চিমাঞ্চলের উন্নয়ন ভাবনা। তাকে হারিয়ে খুলনাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে যা পূরণ হওয়ার নয়। বক্তারা তার উন্নয়নের অবদান রাখায় লিয়াকত আলী নামে খুলনায় একটি সড়কের নামকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশনের কাছে দাবী জানান।