লকডাউন ও মাহে রমযানে মুরগীর ডিম-মাংস, দুধের সরবরাহ ও মূল্য কম থাকবে

0
155

খবর বিজ্ঞপ্তি:
করোনার ২য় ঢেউ প্রতিরোধ লকডাউন ও পবিত্র মাহে রমযানে পুষ্টিকর ও নিরাপদ মুরগীর ডিম-মাংস-দুধের উৎপাদন ও সরবরাহের কোনো ঘাটতি থাকবে না এবং মূল্য থাকবে ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে। আসন্ন কঠোর লকডাউনে ভ্রাম্যমান পিক-আপে ডিম, মাংস ও দুধ পাওয়া যাবে সড়কের ভোক্তাদের দোরগোড়ায়। এভাবে বললেন বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি: খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নির্বাহী পরিষদের ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ। ১০ এপ্রিল শনিবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক এস এম সোহরাব হোসেনের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পোল্ট্রি ও ডেইরী খামারীরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা প্রদানে ও পাইকারী ডিম, মাংস ও দুধের বাজার স্থাপনের দাবী জানিয়ে আলোচনা করেনÑসংগঠনের ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বিল্লাহ, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, হাফিজুল রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. সাহারিয়া মোকসেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী প্রমুখ।