রোহিঙ্গা সঙ্কট সমাধানে জার্মানির সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

0
234

খুলনাটাইমস: রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য জার্মানির প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন ড. এ কে আবদুল মোমেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে মিয়ানমারের প্রতি চাপ দেওয়ার জন্য জার্মানির প্রতি অনুরোধ জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় মিয়ানমারকে জবাবদিহিতার আওতার জন্য জার্মান সরকারের সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগের জন্য জার্মান সরকারের প্রতি আহ্বান জানান ড. মোমেন। তিনি এ সময় বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সুযোগ-সুবিধার কথা তুলে
ধরেন।