রোটারি ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে ছাত্রীদের মৌসুমি ফল ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরন

0
168

নিজস্ব প্রতিবেদক:
রোটারি ক্লাব অব সুন্দরবনের পক্ষ থেকে সরকারি শিশু পরিবার ছাত্রীদের মাঝে পুষ্টিকর মৌসুমি ফল, করোণা সুরক্ষা সামগ্রী, ফেস মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। রোববার দুপুরে খুলনা সরকারি শিশু পরিবার তাম্বি হাউসে, করোনার এই মহামারীর মধ্যে মানবতার ডাকে সাড়া দিয়ে এতিম, অনাথ শিশুদের শরীরের ইমিউনিটি বৃদ্ধির লক্ষ্যে শতাধিক ছাত্রীদের মাঝে এ খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মৌসুমী ফল ও করোণা থেকে সুরক্ষা সামগ্রী বিতরণ প্রকল্পের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মোঃ মফিদুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারি পিপি কামরুল করিম বাবুর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সমাজসেবার উপ-পরিচালক খান হাবিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর গাজী মোঃ কামরুজ্জামান, পিপি ইঞ্জিনিয়ার আলহাজ্ব রুহুল আমিন হাওলাদার, পিপি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা, রোটারিয়ান শচীন সাহা , সমাজসেবা কর্মকর্তা রোটারিয়ান আবিদা আফরিন, সরকারি শিশু পরিবার এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় ভার্চুয়ালি অংগ্রহণ করেন, ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ শরিফুল আলম মুকুল, পিপি উপাধ্যক্ষ রুমা নন্দী, পিপি মোঃ মোর্শেদুজ্জামান, পিপি ইঞ্জিনিয়ার আজমুল গফুর মুকুল। অনুষ্ঠান শেষে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী সরকারি শিশু পরিবার এর কর্মকর্তাদের হাতে তুলে দেন নেতৃবৃন্দরা।