রূপসা মহাশ্মশানের চিতা সংলগ্ন স্থানে শৌচাগার অপসারণ জমি বরাদ্দের দাবি

0
217

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে খুলনা মহানগর আওতাধীন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির অভ্যন্তরে শবদাহ চিতা সংলগ্ন স্থানে পার্শ্ববর্তী জনৈক সুলতান কর্তৃক উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি খাস জমিতে শৌচাগার নির্মাণ করে মৃতের সৎকার্যের পবিত্রতা নষ্ট করছে। চিতায় শবদাহ শেষে যখন জল দিয়ে চিতা ধৌত করা হয় তখন পার্শ্ববর্তী শৌচগারের মলমূত্র চিতার মধ্যে পরিলক্ষিত হয়। এ সময়ে উপস্থিত শবযাত্রীগণের ভিতর ক্ষোভের সৃষ্টি হয়। ইতোমধ্যে সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল এবং জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সরেজমিনে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির পরিদর্শনে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং নেতৃবৃন্দের সামনে শৌচগারটি দ্রুত অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পরবর্তীতে কোনো ব্যবস্থা না নেয়ায় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, পূজা পরিষদ, খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অলোক দে, বাপ্পী সাহা প্রমুখ।