রিট নিষ্পত্তির আগেই ওসি প্রদীপের পদোন্নতিতে সংশ্লিষ্টদের নোটিশ

0
175

টাইমস ডেস্ক:
হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ওসি প্রদীপ কুমার দাশকে এসআই থেকে পদোন্নতি দেয়ার ঘটনায় সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল (আইনি) নোটিশ দিয়েছেন এক আইনজীবী। স্বরাষ্ট্র সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) চারজনের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন আইনজীবী জুলফিকার আলী জুনু। গতকাল বুধবার আইনজীবী নিজে গণমাধ্যমকে এ তথ্য জানান। নোটিশের বিষয়ে আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, পেশাগত অসদাচরণের দায়ে ২০০১ সালে টেকনাফ থানার তৎকালীন এসআই প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই সময় বিভাগীয় মামলাও হয় তার বিরুদ্ধে। এ নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়। ওই রিট নিষ্পত্তি হওয়ার আগেই প্রদীপকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান এই আইনজীবী। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র‌্যাব। গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং বাহারছরা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলীসহ পুলিশের সাত সদস্য। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষী এবং সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে আটক করে। এই মামলায় এখন ১১ পুলিশ সদস্যসহ মোট আসামি ১৪ জন। এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।