রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকল প্রকার সংবাদ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি

0
346

বিজ্ঞপ্তি:
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা আজ ২৯ এপ্রিল রোববার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাব ভবনস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি মোঃ মুন্সী মাহাবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন ইউনিটির সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা মহানগরীর খালিশপুর শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনের সংবাদ কাভার করার জন্য টিভি চ্যানেল, পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা গেলে শ্রমিকরা সাংবাদিকদের সাথে চরম দুর্ব্যবহার করেন। তারা সাংবাদিকদেরকে অহেতুক অকথ্য ভাষায় গালাগাল, মারতে উদ্যত হওয়া, ক্যামেরা, মটরসাইকেল ও গাড়ি ভাংচুরের চেষ্টা করে। তাদের দাবি, কোনো গণমাধ্যমে তাদের সংবাদ নাকি প্রচার বা প্রকাশ হয় না। অথচ প্রতিটি গণমাধ্যমই অত্যন্ত গুরুত্বের সাথে তাদের সংবাদ প্রচার ও প্রকাশ করে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাটকল শ্রমিকদের মারমুখী আচরণের কারণে সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সবশেষ আজ রোববার সাংবাদিকরা শ্রমিকদের সড়ক অবরোধের সংবাদ কাভার করতে গিয়েও তাদের অকথ্য গালাগালির সম্মুখিন হয়। বিষয়টি পাটকল শ্রমিক নেতাদের জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
সভায় বিস্তারিত আলোচনা শেষে এখন থেকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সকল প্রকার সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়।
একই সাথে বিষয়টির প্রতি একাত্ম হওয়ার জন্য খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, সংবাদপত্র পরিষদ, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ খুলনায় কর্মরত সকল সাংবাদিকের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তৃতা করেন ইউনিটির সহ-সভাপতি মল্লিক সুধাংশু, সুনিল দাস, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন,প্রচার সম্পাদক মহেন সেন, নির্বাহী সদস্য এস এম হাবিব, মামুন রেজা, ড্যানিয়েল এস বোস, বাবূল আখতার প্রমুখ।