রামপাল উপজেলা আ’লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0
444

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রামপাল উপজেলা মাঠ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। রামপাল উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আঃ ওহাব এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামিল হাসান জামু এর সঞ্চালনায় সভায় স¤œানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এস এম কামাল হোসেন, এ্যাড আমিরুল আলম মিলন,আলহাজ¦ শাহ ই আলম বা”্চু, আলহাজ¦ ইদ্যিুস আলী ইজারদার, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোল্ল্যা আব্দুর রউফ, এ্যাড ড এ কে আজাদ ফিরোজ টিপু, মোঃ আহাদ হায়দার, তালুকদার নাজমুল কবীর ঝিলাম, শেখ মোঃ আবু সাইদ।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোতাহার হোসেন, জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটর সংখ্যা ৩শত ৯০। মোট প্রদত্ত ভোট ৩শত ৭৭ এর মধ্যে শেখ মোঃ আবু সাইদ পেয়েছেন ১৪৬ ভোট, তার নিকটতম প্রতিদন্ধি শেখ আঃ ওহাব পেয়েছেন ২২৮ ভোট। এর মধ্যে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। ৮২ভোট বেশিপেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল ওহাব এবং বিনাপ্রতিদন্ধিতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ মোয়াজ্জেম হোসেন ।