রামপালে ট্রাক থামিয়ে ছিনতাই, আটক ২

0
382

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে খুলনা-মোংলা মহাসড়কে কাকড়ার ট্রাক থামিয়ে টাকা ছিনতাই করেছে দূবৃত্তর্রা। শুক্রবার রাত ১০ টায় বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে, মামলা নং ১০,২১.০৯.১৯।
গাড়ীর চালক মোঃ রবিউল ইসলাম জানান, মোংলা থেকে কাকড়া বোঝাই করে ঢাকা যাবার পথে বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে দুইটি মটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী তার গাড়ী (ঢাকা মেট্রো ট- ১১-৭০৩০) গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকরীরা তার ও হেল্পারের উপর আক্রমন করে। এ সময় তাদের বেদম মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মোবাইল ফোনে খবর জানালে ভাগা মোড়ে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করতে গেলে তারা দ্রুত কাদিরখোলার রাস্তায় চলে যায়। পরে গৌরম্ভা এলাকায় স্থানীয়রা একটি এফজেড মডেলের মোটরসাইকেল সহ ২ ব্যাক্তিকে আটক করে গৗরম্ভা পুলিশ ফাড়িতে সোপর্দ করে। মামলা তদন্তকরী অফিসার এস.আই ইয়াকুব হোসেন জানান, ছিনতাইকারী রুপসা উপজেলার ইলাইপুর গ্রামের কোরবান আলীর পুত্র মোঃ আশিক শেখ (২৩) ও রুপসা উপজেলার নৈহাটি গ্রামের মোঃ ইলিয়াস হাওলাদারে পুত্র মোঃ ইমন মোস্তাকিনের নিকট থেকে ৩হাজার ৬০০শ টাকা উদ্ধার করি। এ বিষয় রামপাল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ তুহিন হাওলাদার জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।