রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধে আহত-৫

0
303

রামপাল প্রতিনিধি: রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে ৫ জন । শুক্রবার সকাল ৭ টায় উপজেলার সোনাতুনিয়া দর্পনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এবং ভুক্তভোগীরা জানায়, একই গ্রামের মফিজ উদ্দিন এর পুত্র আফজাল (গং) এর সাথে তোফাজুদ্দিন এর পুত্র মোসলেম (গং) দের বিরোধ চলে আসছিলো। ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা চলমান থাকায় জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি ছিলো। এমতাবস্থায় প্রতিপক্ষ আফজাল (গং) পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে ওই জমিতে ধান চাষ করার প্রস্তুতি নেয়। এ সময় বিরোধী পক্ষ বাধা দিলে, আফজাল শেখ(৪৫),মাসুম শেখ (৩০),হায়দার শেখ(৪০),একরামুল শেখ(৪০),হালিম শেখ(৪৫),তালেব মোল্লা (৪৫) সহ আরও ১০/১৫ জন অপর পক্ষের উপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে আক্রমন করে। এতে আঃ আজিজ (২৩),কুলসুমা বেগম(৩৫),মোসলেম শেখ(৭০),মোকলেস শেখ(৬০),ইয়াকুব (২৫) গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় এবং হায়দার শেখ (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। আহতদের মধ্যে আঃ আজিজ কে আশংকাজনক অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।