রামপালে চাকরীর প্রলোভনে যুবককে অপহরণ, মুক্তিপণ আদায় : থানায় মামলা

0
166

রামপাল প্রতিনিধি:
রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে চাকরীর প্রলোভন দিয়ে ডেকে এনে এক ব্যাক্তিকে আটক রেখে মুক্তিপন আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে রামপাল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। মামলা নং -২৫, তাং-২৪/৩/২০২১। মামলার এজাহার এবং ভুক্তভোগী সূত্রে জানাগেছে, নাটোর জেলার চাঁদপুর গ্রামের মৃত মুনসাদ আলীর পুত্র মোঃ সজীব ইসলাম (২০) কে রামপালের কালেখাড়বেড় গ্রামের গিয়াস ইজারদারের পুত্র জুয়েল ইজারদার, কুচ্ছিা জেলার কিরণ (২৮), কুচ্ছি জেলার পার্থ (৩০) রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে ম্যাকানিকাল ফিডারের চাকরী দেবার কথা বলে সোমবার (২২ মার্চ) ডেকে আনে। এরপর তাকে ভেকটমারী এলাকার একটি নির্জন জায়গাতে আটকে রেখে ভিকটিমের বাড়িতে ফোন করে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এরপর তাকে উদ্ধারের জন্য বাড়ি থেকে ৩টি বিকাশ নম্বরে মুক্তিপনের অর্থ পাঠানো হয়। তারপরও সজীবকে আটকে রাখার একপর্যায়ে রাতের অন্ধকারে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর পরিবার এবং স্থানীয়দের সহায়তায় রামপাল থানায় মামলা দায়ের করেছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকীদের আটকের জোর তৎপরতা চলছে।