রামপালে অসাধু ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
194

রামপাল প্রতিনিধি: রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিত্যপণ্যের দাম বেশী নেয়ায় ৭ মুদি ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। ইউএনও তুষার কুমার পাল জানান,উপজেলার বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বেশী দাম নেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ভাগা বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৭ জন মুদি দোকানীকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা হলো, ভাগা এলাকার মামুন শেখ, গিয়াস উদ্দিন শেখ, আব্দুল্লাহ শেখ, গোবিন্দ কুন্ডু, নূর মোহাম্মদ, আঃ জব্বার পাটোয়ারী, রোকন উদ্দিন।
এছাড়া ফয়লাহাট ভাই ভাই অটো রাইস মিল এ বিভিন্ন কোম্পানির মার্কা সম্বলিত চাউলের বস্তা পাওয়া যায়। এসব চাউলের বস্তার নাম ও মার্কা নকল করা হচ্ছে কিনা খাদ্য অধিদপ্তর তার সত্যতা যাচাই করবেন। তাদের তদন্তের ভিত্তিতে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান ইউএনও।