রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় ২ মৃত্যু

0
174

টাইমস ডেস্ক:
রাজধানীর পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাজারীবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজারীবাগ থানার পাশে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী কফিল উদ্দিন জানান, হাজারীবাগ থানার পাশে তৈরি হচ্ছিল নির্মাণাধীন ভবনটি। দুপুরে নির্মাণাধীন চার তলা ভবনের নিচ তলায় কাজ করছিলেন শফিকুল। এ সময় অসাবধানতাবশত ইলেকট্রিক মোটরের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তারা জানান, মাহমুদুরের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। গে-ারিয়া থানার এসআই সৈয়দ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর। এ সময় গজারিয়া পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।