রাজধানীতে কয়েকটি স্থানে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

0
1196

অনলাইন ডেস্কঃ   

রাজধানী ঢাকার কয়েকটি স্থানে আজ শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থী আন্দোলনে অধিকাংশ শিক্ষার্থী ঘরে ফিরে গেলেও ঢাকার কিছু স্থানে আজ নবম দিনে আন্দোলন করতে দেখা যায়। সেসব জায়গায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
বিকাল পৌনে ৩টায় বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়েছে। প্রায় ১০ শিক্ষার্থী আহত হয় এ ঘটনায়।
বিকাল ৩টার দিকে শাহবাগে পুলিশ ও ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা সরে যায়।শাহবাগ থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।