যুক্তরাষ্ট্রে কুয়াশায় সড়ক দুর্ঘটনা, আহত ৫১

0
290

খুলনাটাইমস বিদেশ : গতকাল সোমবার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। পুলিশ জানায়, ভার্জিনিয়ার উইলিয়ামসবার্গ শহরের কাছে ৬৪ নাম্বার আন্তঃরাজ্য সড়কে এ দুর্ঘটনায় ৬৯টি বাহন দুমড়ে-মুচড়ে স্তুপ হয়ে পড়ে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে শীতল আবহাওয়া ও কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় পড়া গাড়ির স্তুপের ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, সড়কের উপর দুর্ঘটনায় পড়া বাহনের স্তুপ সড়ক চলাচলের পথ বন্ধ করে দিয়েছে।উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করেছেন। উদ্ধারকাজের কারণে ওই সড়কে কয়েক ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী লরি ড্রাইভার আইভান লেভি জানান কুয়াশার ঘনত্ব দেখে হ্যাজার্ড লাইট জে¦লে তিনি ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করেন। তিনি বলেন, ‘পরের মুহূর্তে আমি দেখলাম আমার সামনে একটির উপর আরেকটি গাড়ির স্তুপ।’ দুর্ঘটনায় তিনি অক্ষত থাকলেও তার স্ত্রী ভিন্ন এক গাড়িতে যাওয়ায় দুর্ঘটনার শিকার হন। তবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানান আইভান।