যাত্রীদের জিম্মী করে রিক্সা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ যুব ইউনিয়নের

0
395

খবর বিজ্ঞপ্তি:
ব্যাটারী চালিত রিক্সা বন্ধ, বিকল্প পরিবহনের ব্যবস্থা না থাকা, সুষ্ঠু ও পরিকল্পিত নগর পরিবহন ব্যবস্থার বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় না রাখা প্রভৃতি কারণে কয়েকদিন যাবত গণপরিবহনের উপর নির্ভরশীল ৯৫% মানুষ অনেকটা তুঘলকী কা-ের শিকার। বিশেষ করে অফিসগামী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী-অভিভাবক, স্বল্প আয়ের মানুষ তাদের গন্তব্যে পৌঁছুতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। এক শ্রেণির অসাধু, সুবিধাবাদী রিক্সাওয়ালারা পরিবহন সংকটের সুযোগে মগের মুলুকের ন্যায় রীতিমত যাত্রীদের সাথে উল্লাস, উচ্ছাস দেখাচ্ছেন। ভাড়া আদায়ের নামে করছেন দুর্ব্যবহার। অধিকাংশ যাত্রীরাই প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। বিষয়টি সম্পর্কে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয়, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেনÑবাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, সংগঠনের জেলা ও মহানগর নেতা যথাক্রমে শেখ আব্দুল হালিম, এড. খান আজরফ হোসেন মামুন, উজ্বল পাল, রিয়াসাত আলী রিয়াজ, আফজাল হোসেন রাজু, বাবুল শরীফ বাবু, সুখলাল বিশ্বাস, গাজী আফজাল হোসেন, জামাল হোসেন, সুজাতুজ্জামান মুন, উজ্জ্ব¡ল বিশ্বাস, মিহির সরকার, উৎপল বিশ্বাস, বনমালী বৈদ্য, ধীমান বিশ্বাস, এড. আরিফিন কবির, বিশ্বজিৎ বাছাড়, এড. আরিফা খাতুন, রাজিব শেখ, শঙ্কর ম-ল প্রমুখ।