মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে খুলনা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

0
265

খবর বিজ্ঞপ্তি:
মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু-এমপি’র সাথে শুক্রবার রাত ৮টায় খুলনা সার্কিট হাউসি মিলনায়তনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশেনের খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মতবিনিময় সভায় সমিতির পক্ষের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম সোহরাব হোসেন-মৎস্য, পোল্ট্রি ও ডেয়ারী শিল্পের উন্নয়নে নানান দাবি তুলে ধরেন। মন্ত্রী যৌক্তিক এ দাবীগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, পোল্ট্রি ও ডেয়ারী স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও ফোয়াব সভাপতি মোল্লা শামসুর রহমান শাহীন, পোল্ট্রি সমিতির সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব হাফিজুর রহমান লিপু, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুল হক বাবুল, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য গোলাম সবুর মিয়া, শেখ আইনুল হক, সজীব হাসান জসিম ফারাজী, সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ সোহানুর রহমান শাওন প্রমুখ।