মোড়েলগঞ্জে সরকারি রাস্তায় ওপর সমিল নির্মাণ, আল আমিন ও মামুনের খুটির জোর কোথায়?

0
277

এম.পলাশ শরীফ,মোড়েলগঞ্জ থেকে॥
বাগেরহাটের মোড়েলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে সরকারি রাস্তা আটকিয়ে আইনের তোয়াক্কা না করেই করাত মিল স্থাপন করছে একটি প্রভাবশালী মহল। রাস্তাটিতে জনসাধারনের চলাচলে জনভোগান্তি এখন চরমে।
বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোল্লাবাড়ির সম্মুখে উত্তর ফুলহাতা হয়ে ঘষিয়াখালী ৪ কিলোমিটার সড়কে ওই গ্রামের মৃত লাল খানের পুত্র আল আমিন খান ও শাখাওয়াত হোসেনের পুত্র মামুন মোল্লা দু’জনে মিলে জনসাধারণের রাস্তা আটকিয়ে রাতা-রাতি স্থায়ী স্থাপন করছেন করাত মিল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, আল আমিন খান ও মামুন মোল্লার খুটির জোর কোথায়? সরকারি রাস্তা দখল করে বানিজ্যভাবে গড়ে তুলছে স-মিল। রাস্তা দখল করে মিলটি আমরা দ্র”ত অপসারন চাই।
স্থানীয়দের প্রতিবাদেও কোন কর্নপাত করছে না ওই প্রভাবশালীরা। দিনে রাতে চলছে তাদের সমিল নির্মানের কাজ। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি। স্থানীয়দের প্রশ্ন উঠেছে পরিবেশ দপ্তরের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই কিভাবে এ করাত মিলটি তারা চালু করছে। জনগুর”ত্বপূর্ন এ রাস্তাটি থেকে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী,শিক্ষক ও স্থানীয় জনসাধারণ, মোটরসাইকেল, ভ্যান, বাইসাইকেল প্রতিনিয়ত চলাচল করে। উত্তর ফুলহাতা হয়ে ঘষিয়াখালী পর্যন্ত অনুর”প শনিরজোড় হয়ে জিউধরা, মংলা ও মোরেলগঞ্জ উপজেলা শহরে যাতায়েতের একমাত্র মাধ্যম। এ বিষয়ে উত্তর ফুলহাতা গ্রামের মো. মার”ফ জোমাদ্দার, গত ৩০ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ওই ইউনিয়নের বাসিন্দা মো. মার”ফ জোমাদ্দার (৮ জানুয়ারি) বলেন, সরকারি রাস্তা আটকিয়ে অবৈধভাবে সমিল নির্মাণ করায় জনগনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটা বন্ধে বাঁধা দেওয়া আমার দায়িত্ব।