মোড়েলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের সচেতনামূলক শীর্ষক সেমিনার

0
245

মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১০ টায় অফিসার্স ক্লাবে আয়োজিত এ সেমিনারে প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন বিদেশ গমনেচ্ছুদের সচেতন করতে এ কর্মসূচীর আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান।
‘জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটো পাই এ প্রতিপাদ্য’ বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ানম্যান ফাহিমা ছাবুল, বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক মো. রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, মো. উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন। সেমিনারে বিষয়ভিত্তক আলোচনা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা আইএমটি সাইফুল ইসলাম মামুন।