মোড়েলগঞ্জে নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর ২ নেতা আটক

0
265

মোড়েলগঞ্জ প্রতিনিধি: মোড়েলগঞ্জে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীর দুই নেতাকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন রওশনারা ডিগ্রী কলেজের প্রদর্শক পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম(৪৬) ও এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক জামায়াত নেতা মো. মোস্তফা আল মাহমুদ(৫০)। শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এদেরকে আটক করে। থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, শনিবার মধ্যরাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বিশারীঘাটা এলাকায় টায়ার পুড়িয়ে নাশকতার সৃষ্টি করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুল ও মোস্তফাকে আটক করে।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া টায়ার, একটি হকিষ্টিক, চাপাতি, লাঠি, নিজামী ও মওদুদীর লেখা কয়েকটি বই ও পৌর জামায়াত আমীর রফিকুল ইসলামের রোকন সদস্য পদ লাভের রিপোর্ট বই জব্দ করা হয় বলেও পুলিশ জানায়। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর বাদি হয়ে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় আসামি দুজন। অজ্ঞাত নামা রয়েছেন ২৫/৩০জন।