মুন্সিগঞ্জে ৮ টন খাবার অযোগ্য খেজুর জব্দ, ৩ লাখ জরিমানা

0
234

টাইমস ডেক্স:মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মণ (৮০০০ কেজি) খাবার অযোগ্য খেজুর জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ট থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় ‘এলাইড কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামের একটি হিমাঘারে অভিযান চালিয়ে এসব খেজুর জব্দ করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। কোল্ড স্টোরেজের মালিক সিরাজুল ইসলাম এসব খেজুর মজুত করেছিলেন বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোল্ড স্টোরেজে খেজুর মজুত করা হয়েছিল। তাপমাত্রাজনিত কারণ, সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং ইঁদুর বংশ বিস্তারের কারণে এগুলো খাবারের অনুপযোগী হয়ে পড়েছে। যা বিক্রি করা আইনগত অপরাধ। তাই এসব খেজুর জব্দ ও প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।