মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
243

খুলনাটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। মন্ত্রী আজ দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে জেলার ১১টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে গেলে বিরোধী শক্তি লাভবান হবে।দেশের স্বাধীনতা ভুলুন্ঠিত হবে।বর্তমান সরকার সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, যুদ্ধের স্থানসমূহ, গণহত্যার স্থান এবং বধ্যভুমিসমূহে একই ডিজাইনে স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা করেছে বলে উল্লেখ করেন তিনি। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদুজ্জামান সরকার, মো. ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ’র পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া প্রমুখ। মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দেয়া সর্বোচ্চ মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা আরও বৃদ্ধি করা, বিজয় দিবস ভাতা এবং উৎসব ভাতা প্রদানের পকিল্পনা নেয়া হয়েছে। অবিলম্বে তা বাস্তবায়িত হবে। এর আগে মন্ত্রী নওগাঁ জেলার ১১টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসমূহের ফলক উন্মোচন করেন। এলজিইডি মোট ২৪ কোটি ১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে জেলার ১১টি উপজেলায় ১১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে।