মুক্তিযুদ্ধের চেতনায় সততা ও দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

0
164

খবর বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে সততা ও দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে প্রত্যেক নাগরিককে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে স্বীয়দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করছে। কিন্তু উচ্চ পর্যায় থেকে তুসমূল পর্যন্ত সকল প্রকার সেবা ও উন্নয়ন কার্যক্রমে সীমাহীন দুর্নীতির কারণে সকল শ্রম ম্লান করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের আবার দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলেই বিনির্মিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এভাবে বললেন ফ্রিডম ফাইটার্স ফোরামের সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা। শনিবার সোনাডাঙ্গায় রাজটিক কার্যালয়ের সেমিনার কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ক্লাইমেট এ্যাকশন ফোরাম উদ্যোগে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোঃ ইবারত আলী, যুগ্ম -আহবায়ক মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোড়ল, মুক্তিযোদ্ধা এস এম কবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা তারাপদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়াদুদ খান, মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর প্রমুখ। সভায় পরবর্তী সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রতিনিধি উপস্থিতিতে সংগঠনের গঠণতন্ত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।