মিয়ানমারে গুলিতে নিহত ৩৮

0
148

টাইমস বিদেশ : মিয়ানমারে পুলিশের গুলিতে রোববার অন্তত ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর মধ্যে ইয়াঙ্গুনের হ্লাইংথায়ার এলাকাতেই অন্তত ২২ জন মারা গেছেন। রোববার ওই এলাকায় চীনা ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ বলছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে লাঠি, ছুরি নিয়ে তেড়ে আসে বিক্ষোভকারীরা। এসময় তাদের লক্ষ্য করে গুলি করে পুলিশ। ঘটনার পর হ্লাইংথায়া ও আশপাশের এলাকায় সামরিক আইন জারি করেছে জান্তা সরকার। ইয়াঙ্গুন ছাড়াও মিয়ানমারের বিভিন্ন শহরে ১৬ বিক্ষোভকারী নিহত হয়েছে। এ সময় এক পুলিশও নিহত হয়। চীনের দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন চীনা নাগরিক আহত হয়েছে। চীনের সম্পত্তি ও তাদের নাগরিকের সুরক্ষায় মিয়ানমারের প্রতি আহŸান জানিয়েছে চীন।