মাগুরাঘোনায় বিদেশে চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ : আদালতে মামলা

0
267

চুকনগর প্রতিনিধি:
মাগুরাঘোনায় বিদেশে চাকুরীর প্রলোভন দেখিয়ে ২লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনা ভুক্তভোগী ব্যক্তি চাকুরী বা টাকা কোনটাই ফেরত না পেয়ে নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করেছে। প্রাপ্ত মামলার বিবরণ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের আব্দুস সাত্তার মোড়লের পুত্র আলীমুল মোড়লকে উপজেলা শোভনা গ্রামের রেজা সরদারের স্ত্রী মোছাঃ নার্গিস বেগম বিদেশে চাকুরী দেয়ার কথা বলে গত ১৯/০৬/২০১৮ ইং তারিখে ৩শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে স্বাক্ষীগনের সম্মুখে নগত ২লক্ষ ৫০হাজার টাকা নিয়ে ৩মাস অথ্যাৎ ০১/০৯/২০১৮ইং তারিখের মধ্যে বিদেশে চাকুরী দেয়ার ওয়াদা করে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে চাকুরী দিতে ব্যর্থ হলে বাদী গত ০৭/১০/২০১৮ইং তারিখে খুলনার পুলিশ সুপার বি সার্কেল বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আসামীকে তার দপ্তরে তলব করলেও বিবাদী কোন টাকা পয়সা ফেরত দেয়নি। এরপর গত ১৮/১১/২০২০ইং তারিখে আইনজীবীর মাধ্যমে আসামীকে লিগ্যাল নোটিশ দিলে গত ২২/১১/২০২০ইং তারিখে তিনি নোটিশ প্রাপ্ত হন। পরবর্তীতে গত ২৫/১২/২০২০ইং তারিখে আঠারমাইল বাজারে দেখা হলে বিবাদী টাকা ফেরত দিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে গত ২৫/০১/২০২১ইং তারিখে আব্দুস সাত্তার মোড়লের স্ত্রী মোছাঃ জামেনা বেগম বাদী হয়ে শোভনা গ্রামের রেজা সরদারের স্ত্রী মোছাঃ নার্গিস বেগমকে আসামী করে খুলনার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এব্যাপারে জামেনা বেগম বলেন, মামলা করে বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছি। বিবাদীর স্বামী রেজা সরদার মামলা তুলে নেয়ার জন্য তাদেরকে জীবননাশের হুমকী দিচ্ছে। বিবাদীর স্বামী রেজা সরদার তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।