মহেশ্বর পাশায় হাউজ বিল্ডিংয়ের বাড়ী দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-৪

0
359

ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ নগরীর দৌলতপুর থানাধীন মহেশ^রপাশার মৌজার হাউজ বিল্ডিংয়ের (৪২১১) বাড়ী হাউজ বিল্ডিং কর্তৃপক্ষ দখলে থাকা সেলিনা আক্তারকে নামিয়ে দিয়ে থানা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিলগাড়া করে চলে যাওয়ার পর তৃতীয় পক্ষ বাড়ীটি দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৪/৫জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, হাউজ বিল্ডিং কর্তৃপক্ষ গতকাল দুপুরে দৌলতপুর থানাধীন মহেশ^রপাশা এলাকায় হাউজ বিল্ডিং ৪২১১ নং বাড়ী স্থানীয় দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় বাড়ীতে বসবাসকারী সেলিনা আক্তারকে নামিয়ে সেটি সিলগালা করে চলে যায়। বিকালে নওশের আলীর নেতৃত্বে ১০/১৫ জনের তৃতীয় একটি পক্ষ বাড়ীটি দখল দিতে গেলে সেলিনা আক্তার এবং তার আত্মিয় স্বজনদের সাথে সংঘর্ষ বেধে যায়। এ সময় সেলিনা আক্তার(৪০), মুক্তা বেগম(৩২) সহ উভয় গ্রুপের ৪/৫জন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। সেলিনা আক্তার জানান, আমরা দীর্ঘদিন যাবত এই বাড়ীতে বসবাস করছি। বাড়ীটি নিয়ে মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল হাউজ বিল্ডিং কর্তৃপক্ষ বাড়ীটি তাদের দখলে নিলে আমরা বাড়ী ছেড়ে দেই কিন্তু বিকালে তৃতীয় একটি পক্ষ বাড়ীটি দখল দিতে আসে আমাদের মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে হাউজ বিল্ডিং অর্থলোন কর্মকর্তা মোঃ আলামিন এই প্রতিবেদককে জানান তারা গতকাল সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় বাড়ীটি সিলগালা করে তাদের দখলে নেন। তাদের দখলে থাকা বাড়ীটি এই মুহুর্তে তৃতীয় পক্ষের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে তিনি তার অফিসে আসতে বলেন। এদিকে বাড়ীটিকে দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।