মহসেন জুট মিলস শ্রমিক কলোনীতে জনসভা ও বিক্ষোভ মিছিল

0
288

ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে (১৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিলস শ্রমিক কলোনীতে এক শ্রমিক জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহসেন জুট মিল সিবিএ সাবেক সভাপতি শহিদুল্লাহ খা’র সভাপতিত্বে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। মহসেন জুট মিলের ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন নব নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মুক্তিযোদ্ধা ইন্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ক্বারী আছহাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতা আঃ সালাম, মুন্সি লিয়াকত আলী, সেকেন্দার আলী, আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে মিল মালিক সুনির্দিষ্ট কোন ঘোষনা না দিলে (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় মহসেন জুটমিল গেট থেকে শ্রমিক কর্মচারী পরিবারবর্গ নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় মুখে পদযাত্রা শুরু করবে। সভা শেষে শিল্পাঞ্চল এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।