মহসিন জুট মিল শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে অবস্থান

0
396

ফুলবাড়ীগেট প্রতিনিধি: শিরোমণি শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসিন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধের দাবীতে বৃহস্পতিবার বেলা ১১টায় সাধারণ শ্রমিক কর্মচারীরা মিল গেটে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা বলেন, ২০১৩ সালের ২৩ জুলাই শ্রম আইনকে তোয়াক্কা না করে সিবিএ’র সহযোগীতায় এক নোটিশে শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধ না করে মিলটি বন্ধ করে দেয়। অনেক শ্রমিক কর্মচারীর অর্থাভাবে বিনা চিকিৎসায় ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক শ্রমিক পরিবারে মেধাবী সন্তানদের টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ দিনের পর দিন শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তাদের পাওনা পরিশোধ করেনি।
এ সময় সাধারণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, মিলের সিবিএ’র নেতারা বিশেষ আর্থিক সুবিধা নিয়ে তাদের পছন্দের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ করেছেন। জুটমিলের সিবিএ সহ-সভাপতি ইসমাইল হোসেন মন্টু বলেন, মালিক পক্ষ মিলটি বিক্রয়ের চেষ্টা করছে এবং মিল বিক্রয় হলেই শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে। এদিকে আগামী ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মহসিন জুটমিলস্ শ্রমিক ক্লাবে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বকেয়া পাওনা আদায় আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ এরশাদ আলী।