মঞ্জুর মনোনয়নপত্র বাতিল চান তালুকদার খালেক

0
397

খুলনা টাইমস প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবর এ আবেদন করা হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, ‘খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু হলফনামায় দুই লাখ টাকা বাৎসরিক আয় দেখিয়েছেন; যা অসামঞ্জস্য এবং বাস্তবতা বির্বজিত। এক্ষণে তার মাসিক আয় দাড়ায় ১৬ হাজার ৬৬৭ টাকা প্রায়। যা একজন সাধারণ মানুষের আয়ের থেকেও অনেক কম। নজরুল ইসলাম মঞ্জু নিজেই স্বীকার করেছেন, “তিনি যে ভাড়া বাড়িটিতে বসবাস করেন তার মাসিক ভাড়া ৯ হাজার টাকা, গাড়ি চালকের বেতন ৭ হাজার টাকা।” এখানেই ১৬ হাজার টাকার হিসাব চুকে যায়। এর পরে রয়েছে তার প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের জীপ (ফরচুন)। এই গাড়ির মাসিক ফুয়েল খরচ রয়েছে। এছাড়া প্রতিমাসে তার সন্তানদের ঢাকায় রেখে পড়ালেখার খরচ এবং বাসায় খাওয়া ইত্যাদিতে আরো প্রায় মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা কমপক্ষে খরচ আছে। এ বিষয়টি আমিসহ সকলের দৃষ্টিকটু মনে হয়েছে এবং মনোনয়নপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নজরুল ইসলাম মঞ্জু মনোনয়নপত্রের হলফনামায় আয়ের প্রকৃত উৎস না দেখিয়ে সঠিক তথ্য গোপন করেছেন। এজন্যে মনোনয়নপত্র বাতিলযোগ্য বলে আমি মনে করি।’