মংলায় ৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু

0
399

মংলা প্রতিনিধি: ষষ্ঠী পুজার মধ্য দিয়ে মংলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এবার মংলা উপজেলার ৩৬টি মন্ডপে দুর্গাপুজা শুরু হয়। সোমবার থেকে শুরু হওয়া এসকল মন্ডপ গুলোতে গতকাল মঙ্গলবার ছিল উপছেপড়া ভীড়। কৈলাশ (স্বর্গ) থেকে দেবী এবার এসেছেন ঘোটকে, ফিরে যাবেন দোলায়।
দুর্গাপূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ। আগামী ১৯ অক্টোবর শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। উৎসবমুখর ও শান্তিপূর্ণ দুর্গাপূজা পালন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয় মংলা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পান্না লাল দে জানান, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সোমবার থেকে দুর্গাপূজা শুরু হয়েছে। উপজেলায় এবার ছোট বড় মিলিয়ে ৩৬টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এ বছরও মন্ডপ মন্ডপে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি আমাদের লোকজনও কাজ করছে। আশা করছি অন্যান্য বছরের মতো এ বছরও পূজা সুষ্ঠু এবং সুন্দর হবে।