মংলায় মাদকের মিথ্যা অপবাদ থেকে বাঁচতে থানায় জিডি

0
1040

প্রতিনিধি: মংলায় এক যুবককে মাদকের মিথ্যা অপবাদ দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন যাবত স্থানীয় কিছু বখাটে লোকজন যোগাযোগ মাধ্যম ফ্যাগ আইডি দিয়ে ফেইসবুকে মাদক দ্রব্যসহ নানা রকম লেখা-লেখী করে বিভ্র্যান্ত ও হয়রানী করছে। এতে ওই যুবক মানষিকভাবে আতংকগ্রস্থ হয়ে অবশেষে থানায় একটি সাধারন ডায়রী করেছে।
ভুক্তবোগী ও থানার ডায়রী সুত্রে জানা যায়,মংলা পোর্ট পৌরসভার শিকারীর মোড় এলাকার মোতালেব হাওলাদারের ছেলে যুবক নাছির হাওরাদার র্দীঘদিন বাসষ্টান্ডে ব্যাবসা পরিচালনা করে আসছিল। ওই এলাকার কিছু উসৃংখ্যল নেষাগ্রস্থ লোকজন তার কাছ থেকে বাকি নিয়ে টাকা পরিষোধ করেনী কিন্ত তার পরেও এলাকায় ব্যাবসা করতে হলে তাদের বখরা দিতে হবে বলে জানায়। এতে নাছির অসিকার করলে তার বিরুদ্ধে নানা রকম মিথ্যা অপবাদ ও অপপ্রচার দেয়া শুরু করে তারা। গত কয়েকদিন যাবত স্থানীয় লোকজনের সাথে এ বিরোধের জের ধরে নাছিরকে মাদক ব্যাবসায়ী হিসেবে দোষী সাজানোর জন্য মোংলাবাসী নামে ফেইসবুকে একটি ফ্যাগ আইডিতে নাছির মাদক ব্যাবসায়ী বলে প্রচার করে। এছাড়াও নাছিরের ছবির সাথে অন্য এক মহিলার ছবি ও ইয়াবার ছবি সংযুক্ত করে বিভিন্ন ধরনের আপত্তিকর ও মান-মর্যাদাহানীকর উক্তি করে ফেইসবুকের এ আইডি দিয়ে। এতে সে সামাজিক ও মানষিকভাবে আতংকগ্রস্থ হয়ে পরেছে। এব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খুজে দেখার জন্য আইনী সহায়তা চেয়ে গতকাল মংলা থানায় একটি সাধারন ডায়রী করেছে। মিথ্যে ফেইসবুক আইডিতে লেখালেখী হওয়ার কারনে ব্যাবসায়ী নাছির এখন মানষিকভাবে বেঙ্গে পরেছে।