ভ্রাম্যমান আদালতে ২ হোটেল মালিককে ১০হাজার টাকা জরিমানা

0
399

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুজিববর্ষ উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন পরবর্তী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে ২ হোটেল মালিককে ১০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মুজিব বর্ষ (২০২০)-কে সামনে রেখে প্রধান মন্ত্রীর “পরিচ্ছন্ন গ্রাম,পরিচ্ছন্ন শহর” এর শুভ উদ্বোধন উত্তর সারা বাংলাদেশের ন্যায় দেবহাটাতেও নির্বাহী অফিসার সাজিয়া আফরীন এর তত্ত¡াবধায়নে ও দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” এর শুভ উদ্বোধন পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার নিজেসহ নির্বাহী অফিসের কর্মকর্তা, কর্মচারীদের সমন্বয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনের সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। এ সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন উপজেলা সদরের দেবহাটা উপজেলা পরিষদ ক্যান্টিন এন্ড হোটেলে এবং মল্লিকা হোটেল এন্ড রেস্তোরাঁ এই দুই হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কালে হোটেলের বাহিরের পুকুরে অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা ফেলে রাখা ও হোটেলের ভিতরে ফ্রিজে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণ করে রাখার অপরাধের জন্য ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া ইউএনও সাজিয়া আফরীন সকলের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকের বাড়ি ও প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা’ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।