ভোলায় লঞ্চ থেকে ১২শ’ কেজি জাটকা জব্দ

0
227

খুলনাটাইমস: ভোলায় ঢাকাগামী দুইটি লঞ্চ থেকে ১২শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। গত বুধবার রাতে সদর উপজেলার মেঘনা নদীর ইলিশাঘাটে ঢাকাগামী দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে এই জাটকা ইলিশ উদ্ধার করা হয়ে বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন। কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের দক্ষিণ জোনের একটি দল ঢাকাগামী তাশরিফ-১ ও ফারহান-৪ লঞ্চ থেকে এই জাটকা ইলিশ উদ্ধার করে। তবে ওই মাছের দাবিদার কাউকে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। পরে উদ্ধারকৃত জাটকা ইলিশ ভোলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ‘বিলিয়ে দেওয়া হয়েছে’ বলে জানান তিনি। জেলা মৎস কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।