ভোমরায় বিজিবি’র অভিযানে ২৫ বোতল মদসহ ২ ট্রাক কর্মচারী আটক

0
232

দেবহাটা প্রতিনিধি: ভোমরা স্থলবন্দর হতে ২টি ট্রাক থেকে বিদেশী মদ, গাঁজাসহ এক ড্রাইভার ও এক হেলপারকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ৩টার দিকে ভোমরা বিজিবি ক্যাম্পের অভিযানে উক্ত মাদকদ্রব্যসহ ২জনকে আটক করা হয়। ভোমরা ক্যাম্পের নায়েব সুবেদার ওলিউল আলম জানান, তার নেতৃত্বে একটি দল স্থলবন্দরের জয়দেবের মাঠে অবস্থানরত ২টি ট্রাকে তল্লাশি করে উক্ত মালামাল জব্দ করে। এ সময় ট্রাকের কর্মচারী যশোরের নওয়াপাড়া এলাকার জাফর হোসেনের পুত্র নাসির উদ্দীন (৩০) ও একই এলাকার প্রবাদ কুমারের পুত্র পল্লব কুমার(২৪) কে আটক করা হয়। একই সাথে ২৫ বোতল মদ, ২০০ গ্রাম গাঁজাসহ ঝিনাইদহ ট- ১১-০৩৬৪ ও ঝিনাইদহ-ট ১১-১১২৯নং ট্রাক জব্দ করে বিজিবি।
উল্লেখ্য যে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র ভারত এবং বাংলাদেশ থেকে সরকারি ভাবে পন্য আনা নেওয়ার সুবাদে কৌশলে মাদক সহ বিভিন্ন বেআইনী মালামাল আদান প্রদান করে বলেও অভিযোগ ওঠে। তারই সুত্র ধরে বিজিবি অভিযান চালিয়ে উক্ত মালামাল সহ তাদের আটক করতে সক্ষম হয়েছে।