ভারতে করোনায় আক্রান্ত ২৫৮, মৃত্যু ৪

0
272

খুলনাটাইমস বিদেশ : ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বিদেশি নাগরিকসহ দেশটিতে আক্রান্তর সংখ্যা এখন ২৫৮। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, করোনায় আক্রান্ত কোনো রোগীকে ফেরাতে পারবে না সরকারি-বেসরকারি হাসপাতাল। করোনা ভাইরাস যত ছড়িয়ে পড়ছে ততই দেশটির বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে আক্রান্ত হিসেবে সন্দেহজনক রোগীদের ফিরিয়ে দেওয়া খবর আসছে। তারই প্রেক্ষিতে এমন নির্দেশিকা জারি করেছে নরেন্দ্র মোদির সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোগীদের ফেরানো তো যাবেই না বরং হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও করোনায় আক্রান্ত রোগীদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করতে হবে। যেসব স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হবেন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এখনো পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণে ভারতে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির মহারাষ্ট্র প্রদেশে নতুন করে ১১ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে আরও একজনসহ মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৪ জন।