‘ভারতের বোলিং সোনালি দিনের উইন্ডিজের মতো’

0
201

খুলনাটাইমস স্পোর্টস ঃ ভারতীয় পেসারদের দাপটে ইন্দোরে সিরিজের প্রথম টেস্টে ধসে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, গোলাপি বলেও রাজত্ব ধরে রাখবে ভারতের পেসাররা। গোলাপি তারা আরও বেশি সুবিধা পাবে। টেলিফোন সাক্ষাৎকারে সংবাদ সংস্থা পিটিআইকে বুলবুল বলেন, ‘মোহাম্মদ শামি, উমেশ যাদব এবং ইশান্ত শর্মার বলে যে ভেরিয়েশন তাতে গোলাপি বলে তারা অনেক সুবিধা পাবে। আপনি বিশ্বের যে প্রান্তেই খেলুন না কেন, সন্ধ্যা বেলায় কিছুটা বেশি বাতাস পাবেন। ভারত ওই সুযোগটা দারুণভাবে কাজে লাগাবে।’ ভারতের বোলিং আক্রমণকে ১৯৭০ এবং ৮০’র দশকের ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সঙ্গে তুলনা করেন তিনি, ‘আগে আমরা দেখেছি ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে বোলিংয়ের নেতৃত্ব দিয়েছেন। এখন পেসাররা নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় ক্রিকেটে এটা বিশাল একটা পরিবর্তন। একসময় ওয়েস্ট ইন্ডিজ যেমন পেস বোলিংয়ে নেতৃত্ব দিত, ভারত এখন সেই পর্যায়ে আছে।’ অভিষেক টেস্টে ঢাকায় ভারতের বিপক্ষে ১৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা বুলবুল মনে করেন, ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সব দল উদাহরণ হিসেবে মানে। কিন্তু ভারত এখন ক্রিকেটের রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করছে। তারা দারুণ ধারাবাহিক ক্রিকেট খেলছে। সর্বোচ্চ পর্যায়ে নিজেদের দারুণ প্রমাণ করছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে দিবা-রাত্রির টেস্ট আয়োজনের দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঐতিহাসিক ইডেন গার্ডেনে দিবা-রাত্রির টেস্ট ম্যাচের আয়োজন করছে তারা। ক্রিকেটের এই পরিবর্তনে উচ্ছ্বসিত আমিনুল ইসলাম বুলবুল, ‘ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দু’দলের প্রথম দিবা-রাত্রির ম্যাচ ৭০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখবে। এটা ক্রিকেটের জন্য বিশাল এক পরিবর্তন হতে যাচ্ছে। বিশ্ব ক্রিকেটকে এটা নতুন উচ্চতায় নিয়ে যাবে।’ দু’দলকে শুভকামনা জানিয়েছেন বুলবুল। এ ছাড়া সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণও পেয়েছেন। সূচির সঙ্গে মিললে ঐতিহাসিক এই টেস্টে উপস্থিত থাকবেন বলে জানান এই ব্যাটসম্যান।